আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:৩৬

নেত্রকোনা এক দরিদ্র পরিবারের চিকিৎসার সাহায্যের জন্য আকুল আবেদন

নেত্রকোনা এক দরিদ্র পরিবারের  চিকিৎসার সাহায্যের জন্য আকুল আবেদন
নিউজ টি শেয়ার করুন..

জেলা প্রতিবেদক :

নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়ন এর ষাইটকাহন গ্রামের এক পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া ।
গত ৮-০৫-১৯ তারিখ তারা কাজের সন্ধানে বাড়ি থেকে বাহির হয় কিন্তু কাজ না থাকায়, আবার ফিরতি সময়ে চলে আসে তারা বাড়ির পথে ।
আসার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা রামপুর বাজারের উদ্দেশ্য সিএনজি টি বেপরোয়া ভাবে চালানোর কারনে একই পরিবারের তিনজন আহত হয় ।
জানা গেছে তাদের বাবা কিছু দিন পূর্বে মারা যায় ।
মৃত জব্বারের বড় ছেলে রুক্কু তার হাতের তিন টি আঙ্গুল কাটা পড়ে, সে বর্তমানে ময়মনসিংহ হাসপাতাল এ ভর্তি এবং তার ছোট ছেলে খোকনের একটি পা কেটে ফেলা হয়েছে ।

বর্তমানে তিনি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর বিপরীতে মুক্তিযুদ্ধ টাউয়ারের তৃতীয় তলায় ঢাকা হেল্থ কেয়ারে প্রাইভেট চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
সেই সাথে তাদের বোনের জামাতা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়ন এর রামেশ্বপুর গ্রামের ফরিদের দুই টি পা কেটে ফেলতে হয়েছে বলে জানান তার পরিবার। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি ।

চিকিৎসায় সাহায্যের হাত বাড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবার ।

চিকিৎসায় সাহায্যের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:

এস কে সাফায়েত : 01970302130
আর রোগীর বড় দোলাভাই নাম্বার : 01714286744

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর