আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:২৩

নাটোরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরে  অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিউজ টি শেয়ার করুন..

সুজন কুমার নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম থেকে নাম-পরিচয়হীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে উপজেলার কয়েনবাজার এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

কয়েনবাজার এলাকার লোকজন জানান, বৃহষ্পতিবার সকাল ৮টার কিছু পর নাটোর-পাবনা মহাসড়কের একটি পরিত্যক্ত ভবনের পাশে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। বৃদ্ধের বয়স ৭০ থেকে ৮০ বছর হবে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের থানার অফিসার ইনচার্জ মাহবুব হোসেন জানান, বৃদ্ধর পরিচয় জানার মতো কোন কিছুই তার সাথে ছিলো না। আপাতত মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর