জোবায়ের আহমদ,মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়ার সাথে সৃষ্ট বজ্রপাতে পতনউষার গ্রামের জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪) দুই (বোন) শিশুর মৃত্যু হয়েছে।
রোববার ৩১শে মার্চ সকাল সাড়ে ৯টার দিকে পতনউষার গ্রামের জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪) বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার মারা যায়। সাথে সাথে ছোট বোন মুন্নী আক্তারকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর জানান, ঘটনার সময় তিন শিশু খেলা করছিল। দুই শিশুই খুবই দরিদ্র ঘরের সন্তান।
এদিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নিহত সহোদরা শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত দুই বোনই পতনঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।