আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৬:০৩

যুক্তরাষ্ট্রের ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি
নিউজ টি শেয়ার করুন..

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস-এর এশিয়ার অনূর্ধ্ব-৩০ তরুণ সামাজিক উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ।

রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’ এর সহ-প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস এবং ‘হ্যাপিনেজ চ্যালেঞ্জ’ শীর্ষক কার্টুন এঁকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ মিশু এ তালিকায় স্থান পেয়েছেন।

হুসেইন ইলিয়াস কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাজিং ক্যাটাগরিতে স্থান পেয়েছেন আবদুল্লাহ আল মোরশেদ মিশু।

সমাজে অবদান রাখায় ফোর্বস ২০১৯ সালে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০০ জন তরুণের একটি তালিকা প্রকাশ করেছে। ১০ ক্যাটাগরিতে ৩০০ জনকে স্থান দেয়া হয়েছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৩টি দেশ থেকে কয়েক হাজার তরুণের মধ্যে সেরা ৩০০ জন এই তালিকায় স্থান পান।এবারের তালিকায় সবচেয়ে বেশি স্থান দখল করে আছে চীনের উদ্যোক্তারা (৬১ জন), এরপরেই রয়েছে ভারত (৫৯ জন)।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর