বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে ‘ঈদের পর দুর্বার আন্দোলন’ এর ঘোষণা দিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।
রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্রুকলিনে প্রবাসী সঙ্গঠন ‘শহীদ তৌহিদ স্মৃতি সংসদ’ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা জানান তিনি।
ফারুক বলেন, বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর শুরু হবে সেই দুর্বার আন্দোলন। এজন্য দেশ ও প্রবাসের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন ,তিনবারের প্রধানমন্ত্রী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনকে মুক্ত করা হবে সেই আন্দোলনের মধ্য দিয়েই। অতীতে কোনো স্বৈরাচারই ক্ষমতায় চিরদিন থাকতে পারেনি। একইভাবে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনেই বাংলাদেশ আবারও গণতন্ত্র ফিরে পাবে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও তৌহিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।