আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৬:৪৬

ঈদের পর দুর্বার আন্দোলন: জয়নুল আবদিন ফারুক

ঈদের পর দুর্বার আন্দোলন: জয়নুল আবদিন ফারুক
নিউজ টি শেয়ার করুন..

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে ‘ঈদের পর দুর্বার আন্দোলন’ এর ঘোষণা দিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।

রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্রুকলিনে প্রবাসী সঙ্গঠন ‘শহীদ তৌহিদ স্মৃতি সংসদ’ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা জানান তিনি।

ফারুক বলেন, বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর শুরু হবে সেই দুর্বার আন্দোলন। এজন্য দেশ ও প্রবাসের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন ,তিনবারের প্রধানমন্ত্রী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনকে মুক্ত করা হবে সেই আন্দোলনের মধ্য দিয়েই। অতীতে কোনো স্বৈরাচারই ক্ষমতায় চিরদিন থাকতে পারেনি। একইভাবে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনেই বাংলাদেশ আবারও গণতন্ত্র ফিরে পাবে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও তৌহিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর