কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদার কে আটকের খবর পাওয়া গেছে।
আজ (৭ এপ্রিল) রোববার দিবাগত রাতে ঢাকার যাত্রা বাড়ী এলাকা থেকে কুমিল্লার গোয়েন্দা পুলিশ ( ডিবি) আটক করেছে বলে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম নিশ্চিত করেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলেও তিনি জানান।
শাহিনুল ইসলাম সোহেল শিকদার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ছিলেন। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে পুরো উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এদিকে শাহিনুল ইসলাম সোহেল শিকদারের বাবা তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন নিজাম শিকদার সাংবাদিকদের জানান, তাঁর ছেলেকে ঢাকার যাত্রা বাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে কুমিল্লা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।