জোবায়ের আহমদ,মৌলভীবাজার।
বৃহস্পতিবার ৪ঠা এপ্রিল রাত ২টা ৩০ মিনিটে ঢাকা -সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সম্মুখ্যে ঢাকা থেকে মৌলভীবাজার গামী হানিফ পরিবহন ও সিলেট থেকে ঢাকা গামী নুর পরিবহন মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন-
মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব ও হযরত শাহ মোস্তফা(রঃ) টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল,মুফতী মাওলানা মোঃশামছুল ইসলাম,রহমান বাগ মেহেরজান বিবি মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ সিদ্দিকুর রহমান,উওর মুলাইম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাসছুল হক।
গুরুতর আহত অবস্হায় রাত ৩ঘটিকার সময় মৌলভীবাজার থেকে এ্যাম্বুলেন্স ভাড়া করে শায়েস্তা গঞ্জ থেকে আহতদের মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দেখতে হাসপাতালে যান মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু।