এবার রাজধানীর সদরঘাট ইস্টবেঙ্গল মার্কেটের একটি ভবনের ৬ তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ( ৩১ মার্চ ) দুপুর ১২ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় ।
গত শনিবার এক দিনে ৪ জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শনিবার ( ৩০ মার্চ ) বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একইদিনে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।
এ ছাড়া রাজধানীর বাইরে একই দিনে রাত ১০.৪০ এ নরসিংদীর সাঠিরপারা এলাকা ইউ এম সি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুরু হয় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ৩২ নম্বর এফ আর টাওয়ার থেকে। দেখা যায়, বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। এরপরই শুরু হয় দৌড়াদৌড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ২২ তলাবিশিষ্ট ওই ভবনে। হঠাৎ পাল্টে যায় বনানীর দৃশ্যপট।এফ আর টাওয়ারের আগুনে ২৫ জন মারা গেছেন। এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০