ফেনীতে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্য উৎসব

জেলা প্রতিনিধি : ফেনীর ঐতিহ্যবাহী নাট্য সংগঠন কিশোর থিয়েটারের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আঞ্চলিক নাট্যোৎসব শুক্রবার   সন্ধ্যে  শেষ  হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাপনী দিনে দর্শক উপস্থিতি ছিলো দেখা মত ।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান প্রধান অতিথি ছিলেন। সংগঠনের প্রধান নির্বাহী বাপ্পী পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আখতার উন নেছা শিউলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জান্নাত আরা যুঁথি, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান।

অনুষ্ঠানে প্রথম আলো ফেনী প্রতিনিধি  আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সুবচন নাট্য গোষ্ঠীর প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন সাইমুম, ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়ক রাশেদ মাযহার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথকে বিশেস সম্মাননা দেয়া হয়। শেষ দিনে পরিবেশনা ছিলো ‘রাহু চন্ডালের হাড়’।

ঢাকার নাট্যদল আরশিনগর পরিবেশিত নাটকটির রচনা করেছেন অভিজিৎ সেন। নির্দেশনায় ছিলেন রেজা আরিফ। এর আগে ৬ দিনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ৭টি নাটক পরিবেশন করে থাকেন।

Leave a Comment