আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৫:২৬

রাবি হিসাববিজ্ঞান বিভাগের দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২০ এপ্রিল

রাবি
নিউজ টি শেয়ার করুন..

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা আগামী ২০ এপ্রিল(শনিবার)।


এদিন বিকেল তিন টায় সিএ ভবন কারওয়ান বাজারস্থ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান।

তিনি জানান, বিভাগের বর্তমান শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। সেখানে বিভাগের শিক্ষক ও সাবেক ছাত্ররা উপস্থিত থাকবেন। এ সভায় ঢাকায় অবস্থিত হিসাববিজ্ঞান বিভাগের সকল এলামনাইদের আমন্ত্রন জানিয়েছেন ড. সাইয়েদুজ্জামান।

এর আগে প্রথম সম্মিলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ ডিসেম্বর। পরে বিভাগের সাবেক শিক্ষার্থী নিউজল্যান্ড ডেইরি ফার্ম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিককে সভাপতি ও বিভাগের অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর