আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৬:০১

অ্যাপেনডিসাইটিসের ব্যথার যত উপসর্গ

অ্যাপেনডিসাইটিসের ব্যথার যত উপসর্গ
নিউজ টি শেয়ার করুন..

অ্যাপেন্ডিক্সে কোনও কারণে সংক্রমণ ছড়িয়ে পড়লে যে সমস্যার সৃষ্টি হয় সেটাই অ্যাপেনডিসাইটিস নামে পরিচিত। সাধারণত বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত ছোট্ট থলির মতো এই অঙ্গটিতে কোনও ভাবে খাদ্য বা ময়লা ঢুকলে সংক্রমণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ক্ষেত্রে সময় মতো চিকিৎসা করা না হলে অ্যাপেনডিসাইটিসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে।

অ্যাপেনডিসাইটিস হলে পেটে ব্যথা হয় এটা অনেকেরই জানা। তবে সব পেটে ব্যথা মানেই অ্যাপেনডিক্সের ব্যথা নয়। অ্যাপেনডিসাইটিস হলে কিছু লক্ষণ স্পষ্ট হয়। যেমন-

১. পেটে তীব্র যন্ত্রণা হয়। সাধারণত, নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নীচে এই ব্যথা ছড়িয়ে পড়ে।

২. পেটে তীব্র যন্ত্রণার সঙ্গে বমি বমি ভাব বা বমি হয়।

৩. খাবারে অরুচি দেখা দেয়।

৪. কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা হয় ।

৫. পেটের যন্ত্রণায় জ্বর আসে। তবে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না।

৬. অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার কারণেও অনেকসময় পেট জুড়ে মারাত্মক যন্ত্রণা হয় এবং পেট ফুলে যায়। সূত্র : জি নিউজ


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর