জোবায়ের আহমদ,মৌলভীবাজার :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বড়লেখার মেধাবী ছাত্রী অনন্যা দে আঁখির চিকিৎসার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা তহবিল থেকে পাঁচ লক্ষ(৫,০০,০০০) টাকার চেক প্রদান।
গত ২৪শে জানুয়ারী সিলেটের বিমানবন্দর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বড়লেখার মেধাবী ছাত্রী অনন্যা দে আঁখির চিকিৎসার্থে পাঁচলক্ষ টাকার চেক হস্তান্তর করেন মৌলভীবাজার-১( বড়লেখা জুড়ি) আসনের চার বারের নির্বাচিত সাংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
তিনির ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বড়লেখার মেধাবী ছাত্রী অনন্যা দে আঁখির চিকিৎসার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা তহবিল থেকে পাঁচ লক্ষ(৫,০০,০০০) টাকার চেক আজ মঙ্গলবার সকালে মাননীয় মন্ত্রী আঁখির পিতা অরুন কান্তি দের হাতে তুলে দেন।
উল্লেখ্য গত ২৪শে জানুয়ারী সিলেটের বিমানবন্দর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে এমসি কলেজের শিক্ষার্থী অনন্যা দে (১৮) অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।
আহতদের মধ্যে অন্যান্যরা চিকিৎসা শেষে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যায়।বাকি আহতরা হলেন তন্ময় দত্ত, বাহুবল, হবিগঞ্জ, সিএন জি চালক দিলা মিয়া, নিলেট, সুহেল,এয়াপোর্ট এলাকা, সিলেট।
স্থানীয় সুত্রে জানা যায়, এয়ারপোর্ট এলাকা থেকে শহরমুখী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিকে থেকে আসা সিএনজি অটোরিক্সা সরাসরি সংঘর্ষ হয় এতে সিএজির ভিতরে থাকা যাত্রী ও প্রাইভেট কারে থাকা স্কুল পড়ুয়া ছাত্রী সহ ৭ জন আহত হন।
প্রসঙ্গত,সিলেটের বিমানবন্দর সড়ক দুর্ঘটনায় আহত এমসি কলেজের শিক্ষার্থী অনন্যা দের অবস্থা সংকটাপন্ন হওয়ায় অনন্যার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন সিলেটে অবস্থানরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ ও সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সহ তার পরিবার।
অনন্যা দে বর্তমান ঢাকার এ্যাপোলো হাসপাতালের চিকিৎসাধীন আছে।সেখানে কয়েকটি জটিল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে।আরো অস্ত্রোপাচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উন্নত চিকিৎসা পেলে পুরোপুরী সুস্থ হওয়া সম্ভব রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা অনন্যার পরিবার বহন করতে অক্ষম হয়ে পড়েছে।
তার চিকিৎসা প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন পরিবারের পক্ষে এ টাকা যোগাড় করা কোন অবস্থাতেই সম্ভব হচ্ছে না।তাই বিশ্ব মানবতার নেত্রী রাষ্টনায়ক শেখ হাসিনার সাহায্য চেয়েছেন অনন্যার সহপাঠী ও সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সহ তার পরিবার।