আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৫৪

সরকারি কর্মকর্তাদের পরিবার নিয়ে গ্রামে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি :শেখ হাসিনা
নিউজ টি শেয়ার করুন..

প্রকল্প এলাকায় শুধু প্রকল্প পরিচালকরা (পিডি) নন, সরকারি কর্মকর্তারাও মাঠপর্যায়ে থাকতে চান না। তারা যাতে মাঠপর্যায়ে থাকেন, সে ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন, পরিবার ঢাকায় থাকায় সরকারি কর্মকর্তারা গ্রামে থাকতে চান না। এ অবস্থায় তাদের মন পরিবারের কাছে পড়ে থাকে। ফলে তারা জনগণকে সঠিক সেবা দিতে পারেন না।


শেখ হাসিনা বলেন, কর্মকর্তারা যাতে পরিবার নিয়ে গ্রামের কর্মস্থলে থাকতে পারেন, সেজন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সরকারি কর্মকর্তাদেরও গ্রামে থাকা প্রয়োজন।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রকল্পের জন্য কৃষিজমি, গরিব ও বর্গাচাষিদের জমি নেয়া যাবে না। একান্তই জমি নিতে হলে জমির দাম তিনগুণ দেয়ার পাশাপাশি প্রকল্প শুরুর আগেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রতিবছর নদীগুলো ড্রেজিং করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর