আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৩১

মুজিব বর্ষ পালন উপলক্ষে ইবিতে মতবিনিময় সভা

মুজিব বর্ষ পালন উপলক্ষে ইবিতে মতবিনিময় সভা
নিউজ টি শেয়ার করুন..

ইবি সংবাদদাতা :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষ -২০২০ইং পালনের জন্য প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের জন্য সকলের উন্মুক্ত মতামত নেওয়া হয়। সভায় বঙ্গবন্ধুকে নিয়ে বর্ষব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচী, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা, প্রত্যেক মাসে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর নাটক, রচনা প্রতিযোগীতা, ক্রিয়া প্রতিযোগীতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা উৎসব, সংগ্রহশালা তৈরী, প্রত্যেক মাসে সাময়িকী প্রকাশসহ বিভিন্ন কর্মসূচী প্রস্তাবিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহা-পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়াও ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের সভাপতিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, জাতির পিতার শততম জন্মবার্ষিকীকে আমরা যথাযথ মর্যাদায় অন্যন্য বিশ^বিদ্যালয়ের তুলনায় একটু স্বতন্ত্র, কার্যকর, অর্থবহুল ও নতুনভাবে পালন করতে চাই। বঙ্গবন্ধু শিশু, কিশোর, যুবা, বৃদ্ধসহ সকলের। মুজিব বর্ষে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে সকলের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর