আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৪৬

মুক্তাগাছায় চাঞ্চল্যকর খুনের প্রধান আসামী গ্রেফতার

মুক্তাগাছায় চাঞ্চল্যকর খুনের  প্রধান আসামী গ্রেফতার
নিউজ টি শেয়ার করুন..

কাউছার আহমেদ,ময়মনমিংহ প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছায় মাত্র ৭শ টাকার জন্য শাহজাহান (২১) কে খুন করায় প্রধান আসামী বাবুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত বাবুল মুক্তাগাছা থানার বানিয়াকাজী গ্রামের হাতেম আলীর ছেলে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাহ আবিদ হোসেন এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন, গত রবিবার (৩১ মার্চ) সুক্তাগাছার বানিয়াকাজী গ্রামের তাইজুল মাষ্টারের পুকুর থেকে শাহজাহান (২১) নামে যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ওই দিন ভিক্টিমের বড় ভাই মোঃ ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হলে শনিবার (৬ এপ্রিল) সন্দেহভাজন বাবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বাবুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে বলেন, নিহত শাহজাহানের সাথে আসামী বাবুলের কাছে ৭শ টাকা পাওনা ছিল। টাকা ফেরত না দেয়ায় ঘটনার দিন রাত নির্জন স্থানে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবুল শাহজানানকে কিল ঘুসি দিলে শাহজাহান অজ্ঞান হয়ে যায়।

পরে বাবুল তাকে অজ্ঞান অবস্থায় কাঁধে করে নিয়ে তাইজুল মাস্টারের ফিসারীর পাড়ে ফেলে বাড়ি থেকে দা নিয়ে এসে শরীর থেকে মাথা বিছিন্ন করে তিন কিলোমিটার দুরে একটি ডোবায় লুকিয়ে রাখে। তার দেয়া তথ্যমতে ডোবা থেকে ভিক্টিমের মাথা উদ্ধার করে ডিবি পুলিশ।

এর আগে রবিবার (৩১ মার্চ) জেলার মুক্তাগাছা থানার মুক্তাগাছার বানিয়াকাজী গ্রামের তাইজুল মাষ্টারের পুকুর থেকে শাহজাহান (২১) নামে যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহজাহান উপজেলার গড়বাজাইল গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন রিক্সাচালক ছিল।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর