আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৪৭

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল
নিউজ টি শেয়ার করুন..

রাজধানীতে সু-প্রভাত পরিবহনের বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ সাত দিনের মধ্যে আবরার আহম্মেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আদালতে রিটটি দায়ের করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে নর্দ্দা এলাকার প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পড়েন আবরার। রাস্তার উল্টো পাশে ছিল আবরারের বিশ্ববিদ্যালয়ের বাস। জেব্রা ক্রসিং পার হয়ে সেই বাসের কাছে যাচ্ছিলেন তিনি। ঠিক তখন ওই রাস্তায় দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে সুপ্রভাত পরিবহনের একটির ধাক্কায় ছিটকে পড়েন আবরার। এরপর সেই বাসটি তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর