আজ মঙ্গলবার। ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ২:৩১

আসছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি : ঘোষণা যে কোন দিন

আসছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি : ঘোষণা যে কোন দিন
নিউজ টি শেয়ার করুন..

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, শুধু কেন্দ্রীয় কমিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে।

ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৩ এপ্রিল শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির কাজ শেষ পর্যায়ে। আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনুমতি দিলেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে এবং তা হবে এপ্রিলের মধ্যেই।’ প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার বিষয়ে শোভন বলেন, ‘আমরা এমন একটা পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছিল। আবার নির্বাচনের আগে-পরে হয়েছে কোটা আন্দোলন। এর পর হয়ে গেল ডাকসু নির্বাচন। সব মিলে আমাদের হাতে সময় ছিল খুবই কম।

এই কম সময়ের মধ্যেই আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’

সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান ‘এবারের কমিটিতে যারা জায়গা পাচ্ছেন, তাদের বিষয়ে অনেক যাচাই-বাছাই হয়েছে এবং হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের উত্তরসূরিরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন। ত্যাগীদেরও মূল্যায়ন করা হয়েছে। যুদ্ধাপরাধীর পরিবার এবং বিপথগামীরা কোনোভাবেই এবারের কমিটিতে স্থান পাচ্ছেন না।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ‘কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরকরণের প্রক্রিয়া চূড়ান্ত। সেটি ঘোষণার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রক্রিয়া দ্রুত সময়ে শেষ করা হবে।

এ ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, জনপ্রিয়, মেধাবী প্রজন্মকে নেতৃত্ব দিতে সক্ষম, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন, সংগঠনের সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত- এমন ছাত্রনেতাদের কমিটিতে আনা হবে।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের  সভাপতি মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পরই আমাদের নেতৃত্বে থাকা কমিটিকেও পূর্ণাঙ্গ করব। ইতোমধ্যে আমরা যাচাই-বাছাই শেষ করেছি।’

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর