আজ বুধবার। ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৭:৪৩

রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

The founding anniversary of the Rabi Press Club is tomorrow
নিউজ টি শেয়ার করুন..

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (রাবি প্রেসক্লাব) ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১৪ নভেম্বর)।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাবি প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়। তিনি বলেন, আমরা ইতিমধ্য প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সম্পন্ন করেছি। প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পারবো বলে আশাবাদী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী পর্ব, কেক কাটা, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপণ, বনাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, সাবেক-বর্তমানদের মাঝে ক্রীড়াপ্রতিযোগিতা, বিকেল সাড়ে ৫ টায় ফানুস উড্ডয়নসহ জাঁকজমকপূর্ন নানা কর্মসূচি।

উল্লেখ্য, রাবি ক্যাম্পাসে ১৯৮৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ার ভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে থাকে।

এম আর/টাইমস


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর