আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৭:২২

প্রথম রমজানেই মুক্তি পেল ইভানা-ফারহানের ‘জীবন – ২’

প্রথম রমজানেই মুক্তি পেল ইভানা-ফারহানের ‘জীবন – ২’
নিউজ টি শেয়ার করুন..

বিনোদন প্রতিবেদক :

পহেলা রমজান উপলক্ষে ইউটিউবে মু্ক্তি পেয়েছে তৌহিদ আশরাফ পরিচালিত নাটক ‘জীবন – ২’। এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ও অভিনেতা মুশফিক ফারহান। ইউটিউবে প্রকাশের পরই বেশ সাড়া ফেলেছে নাটকটি।

‘জীবন – ২’ নাটকের নির্মাতা তৌহিদ আশরাফ দ্যা টাইমস অফ বাংলাদেশ কে বলেন, ‘দর্শকদের কাছ থেকে প্রথমদিনেই ভালো সাড়া পাচ্ছি। মাহে রমজানকে মাথায় রেখে আমি এবং আমাদের টীম এই নাটকটি তৈরি করেছি। কিছুদিন আগে আমাদের ‘এ শহরের পাখিগুলো একা’ নাটকটির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল, এছাড়াও আমার ‘শোবার ঘর’ নামের একটি ধারাবাহিক নাটকও চলছে। এখান থেকেও অনেক সাড়া পাচ্ছি। আশা করি, সামনে দর্শকদের আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো।’

এদিকে, নির্মাতা তৌহিদ আশরাফের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মু্ক্তি পেয়েছে ‘দেয়ালের ওপারে তুমি’ এবং পরবর্তীতে ‘এ শহরের পাখিগুলো একা’ নাটক দুটি ব্যবসায় সফল হয়। সেই সাথে দেশের তরুণদের মনে বেশ দাগ কাটে। সবমিলিয়ে বেশ আলোচনাতেই আছেন বাংলা ছোট পর্দার তরুণ নির্মাতা তৌহিদ আশরাফ এবং ফারহান-ইভানা।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর