ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
জানা যায়, এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কানে আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, দুপুরে মধুর ক্যান্টিনে গোলাম রাব্বানীকে ‘প্রটোকল’ দেওয়া শেষে হলে জগন্নাথ হলের লিটন বাড়ৈ অনুসারী এবং জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি ও হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
পরবর্তীতে দুই পক্ষকে একসাথে করে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী তাদের বিষয়টি সমঝোতা করে দেন।