আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৫৪

ময়মনসিংহে স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

ময়মনসিংহে স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
নিউজ টি শেয়ার করুন..

কাউছার আহমেদ, ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছায় ২০১৩ সালে স্কুলছাত্র মাহবুবুর রহমান মারুফ (১০) হত্যা মামলার রায়ে রাকিবুল নামে একজনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে আসামীদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষনা করেন।
মৃত্যুদ-প্রাপ্ত রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই মামলায় অপর দুই আসামি রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছেন আদালত।


মামলার বিবরণে জানাযায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহবুবুর রহমান মারুফকে গলা কেটে হত্যা কওে লাশ গুম করে ফেলে। পরে ঐ দিনই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারীতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়।

ঘটনার পরদিন নিহতের মা মাজেদা খাতুন তিনজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। আদালত দীর্ঘ শুনানী শেষে সোমবার এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি মো. ওয়াজেদুল ইসলাম, আসামী পক্ষের আইনজীবি ছিলেন বেগম সুলতানা হোসেন জাহান।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর