বাংলাদেশ ছাত্রলীগের কমিটির মেয়াদ ১০ মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি শোভন-রাব্বানী।গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর (৩১ জুলাই) সভাপতির পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। কিন্তু এখন অবধি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি তারা।
জানা গেছে , ছাত্রলীগের অন্তর্কোন্দল কারনে করা যাচ্ছিল না আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিও।
কিন্তু অপেক্ষার প্রহর শেষ।সিগ্রই হচ্ছে ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি।
জানা গেছে, আজ কমিটির তালিকা তুলে দেওয়া হবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তার নির্দেশনা পেলেই যে কোনো সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে।
সেই সাথে আগামী সাতদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষনা করা হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ দ্যা টাইমস অফ বাংলাদেশ কে জানান, যদিও কমিটি হচ্ছে বিলম্ভ করে, তবে চুলচেরা যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। যেহেতু এর আগে ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ ছিল, সেদিক বিবেচনায় পদপ্রত্যাশীদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর নিয়ে কমিটিতে রাখা হয়েছে।
এব্যাপারে দ্যা টাইমস অফ বাংলাদেশ কে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন,প্রধানমন্ত্রীর কাছে আজ জমা হবে ছাত্রলীগের কমিটি।
ছাত্রলীগের অন্তর্কোন্দল নিয়ে তিনি বলেন, ছাত্রলীগ একটা বড় সংগঠন, বড় পরিবার। সুতরাং এখানে একটু মতানৈক্য, মতভেদ থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না।