চলতি বছর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলাফল নিয়ে ভুল তথ্য দেয়ার জন্য নিজের ভুল স্বীকার করেছেন চিত্রনায়িকা পূজা চেরী।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা চেরী লিখেছেন, ‘আসলে আমি দুঃখিত। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন অ্যাডমিট কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আমাকে যে তথ্যটি দিয়েছে, সে নিজে আমাকে সরি বলেছে। আমি আসলে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি। আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পুজা চেরী।’
পূজা আরো লেখেন, ‘আমি আসলেই দুঃখিত। সবাই আমার ওপর আশির্বাদ রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরো ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।
