আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৫২

পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসছে শুক্রবার

পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসছে শুক্রবার
নিউজ টি শেয়ার করুন..

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

পদ্মা সেতুর ১৩ তম স্প্যান ‘৩ বি’ মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসছে আগামীকাল শুক্রবার (২৪ মে)। ১৩ নম্বর এই স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে পদ্মা সেতুর এক হাজার ৯৫০ মিটার। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে কালই স্প্যান বসানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতু প্রকৌশল সূত্র জানায়, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে গিয়ে পিলারের ওপর স্প্যান বসানো হবে। কনস্ট্রাকশন থেকে ১৪ ও ১৫ নম্বর পিলার কাছাকাছি হওয়ায় একদিনেই স্প্যান বসানো সম্ভব। তবে কারিগরি সমস্যা ও আবহাওয়া অনুকূলে না থাকলে শনিবার স্প্যান বসানোর কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। অস্থায়ীসহ এ পর্যন্ত সেতুর ১২টি স্প্যান স্থাপন করা হয়েছে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর