সবে মাত্র রাফিয়া ও আরিয়ানের বিয়ে হয়েছে। বিয়ের পর দু’জনে মিলে বেড়াতে আসেন থাইল্যান্ডের পাতায়ায়। সেখায় যখন হোটেলে উঠতে যাবে ঠিক তখনই সামনে দাঁড়ায় সায়মন। রাফিয়া তাকে দেখতে পেলেও আরিয়ান তাকে খেয়াল করেনা।
রাফিয়া খুব ভয় পেয়ে যায়। কারণ সায়মনের সঙ্গে তার এক সময়ের প্রেম ছিল। তখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়তো। অবাক করার বিষয় কেন সায়মন এত দূর পাড়ি দিয়ে তাদের পিছু নিল? এদিকে বিশেষ এক মুহুর্তে সায়মনের সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। বিষয়টা রাফিয়া কোনভাবেই নিতে পারেনা। কি করবে সে? তার স্বামীকে কী সব বলে দেবে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রাফিয়ার দিনগুলো’।
এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনয়ে তৌসিফ মাহবুব ও সাফা কবির। ৩ মে শুক্রবার নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচারিত হবে।