নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চালকের অন্যমনস্কতার কারণে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
১২ মে (রোববার) ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ৩ :৪০ এর বাসটি মাইজদী জেলা পরিষদের নিকটে আসার পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়।এসময় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
দুর্ঘটনার স্বীকার বাসে থাকা প্রত্যক্ষদর্শী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খাদ্য প্রযুক্তি এবং পুষ্টি বিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইমামুল হক জানান,বাসের ড্রাইভারের অন্যমনস্কতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। আল্লাহর অশেষ রহমতে অামরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই।
দুর্ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল আজিম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিদিশা ত্রিপুরা মিমিসহ আরো অনেকে।