আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় ভোর ৫:১৭

রক্ত দিয়ে স্লোগান লিখে উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

রক্ত দিয়ে স্লোগান লিখে উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
নিউজ টি শেয়ার করুন..

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম বুধবার দুপুরে শেষ হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এদিন তারা রক্ত দিয়ে একাডেমিক ভবনের দেয়ালে প্রতিবাদী স্লোগান লিখে বিক্ষোভ করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের একাডেমিক ভবনে  নিজেদের রক্ত দিয়ে দেয়ালে উপাচার্যবিরাধী বিভিন্ন স্লোগান লেখে।

উপাচার্য অধ্যাপক সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা তাদের ইচ্ছামত আলটিমেটাম দিতেই পারে। ওই আলটিমেটাম নিয়ে তার কোনো মতামত নেই।

তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বলেন, তবেই পদত্যাগ করবো। কোনো আন্দোলনের মুখে পদত্যাগের প্রশ্নই আসে না।

রক্ত দিয়ে স্লোগান লিখে উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

মহান স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত চা চক্র অনুষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল একদল শিক্ষার্থী। ফলে ওইদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি।

একইদিন বিকেলে ক্যাম্পাসে অপর এক অনুষ্ঠানে সকালের ঘটনায় উপাচার্য ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীদের আচরণ ‘রাজাকারের সামিল’ বলে মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ তোলেন। পরে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। উপাচার্য শুরু থেকে দাবী করে আসছেন, তিনি ওই মন্তব্য করেননি। উপচার্যের দাবি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যারা বাধা দেয়, তাদের মানসিকতা রাজাকারের মতো এমন বক্তব্য দিয়েছিলেন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর