জেলা প্রতিনিধি : ফেনীর চারটি উপজেলার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। রবিবার সন্ধ্যায় নিজ জেলার রিটানিং কর্মকর্তা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ফেনী সদর উপজেলার ১২৭টি কেন্দ্রে ইবিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায় এ উপজেলায় চেয়ারম্যান পদে আবদুর রহমান বিকম (নৌকা) ৪১ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দিকে তার প্রতিদ্বতায় প্রার্থী এ আজহারুল হক আরজু (আনারস) পেয়েছেন ৫ হাজার ২৫০ ভোট।
সোনাগাজী উপজেলার ৬৯টি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে ৮২ হাজার ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শাখাওয়াতুল হক বিটু (তালা)। অপর দিকে তার প্রতিদ্বতায় প্রার্থী একই দলের সতন্ত্র প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ (টিউবওয়েল) ৩ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার মিলি (কলস) পেয়েছেন ৮২ হাজার ৬০৬ ভোট ও তার বিপরীত প্রতিদ্বতায় প্রার্থী মোর্শেদা আক্তার (পদ্ম ফুল) পেয়েছে ৩ হাজার ৬০৫ ভোট।
ফুলগাজী উপজেলায় ৩২টি কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল আলিম (নৌকা) ৩৬ হাজার ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানো সতন্ত্র প্রার্থী রামিম হোসেন (কাপ পিরিস) পান ৬২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আবুল আলম আজমির (তালা) ৩৪ হাজার ৯৬৫ ভোট প্রতিদ্বতায় অনিল বণিক (টিয়া পাখি) পান ২ হাজার ৩৯৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ (কলস) ৩৫ হাজার ৬১৩ ভোট ও প্রতিদ্বতায় প্রার্থী বিবি মরিয়ম (ফুটবল) পান ২ হাজার ২ ভোট।
দাগনভূঞা উপজেলায় ৬৪টি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিদ শাহিন মুন্সি (তালা) ৭৪ হাজার ৭৭৬ পান অন্যদিকে তার প্রতিদ্বতায় প্রার্থী এডঃ রবিউল রবি (লাঙ্গল) পান ৩ হাজার ৫২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার (কলস) ৭৩ হাজার ৭২৩ ভোট পান ও প্রতিদ্বতায় প্রার্থী ফারহানা আইরিন (লাঙ্গল) পান ৩ হাজার ৮৯৬ ভোট।
৬টি উপজেলার মধ্যে বাকী পরশুরাম উপজেলা চেয়ারম্যান সহ সব কয়টি পদে আওয়ামীরীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বতায় নির্বাচিত হন। আইনি জটিলতার কারণে ছাগলনাইয়া উপজেলার নির্বাচন স্থগিত করে কমিশন।