আজ বৃহস্পতিবার। ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ১২:৪৯

রিকশাচালকের ‘আত্মহত্যা’

রিকশাচালকের ‘আত্মহত্যা’
নিউজ টি শেয়ার করুন..

রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মো. রুমাল মিয়া নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন, এমনটি জানিয়েছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে এমনটি ঘটে। অচেতন অবস্থায় ৩০ বছরের রুমাল মিয়াকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই। পরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি স্ত্রী শান্তি বেগমের সঙ্গে প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো। এই কলহের জেরে রুমাল মিয়া কীটনাশক পান করেন। পরে অসুস্থ বোধ করায় শান্তি বেগম তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘নিহতের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মুগদার দক্ষিণ মান্ডার টেকপাড়ার ৪৬১ নম্বর বাসায় থাকতেন।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর