আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৫০

নাটোরে সাত বছরের শিশুকে ধর্ষণ

শেরপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ
নিউজ টি শেয়ার করুন..

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে খেলার সামগ্রী দেয়ার কথা বলে ডেকে নিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে আমিন উদ্দিন (২৭) নামে এক লম্পট। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। লম্পট আমিন উদ্দিন উপজেলার কামারদহ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার শিশুটি বাড়ির পাশের বাগানে তার মায়ের সঙ্গে বসেছিল। এ সময় তার প্রতিবেশী চাচা আমিন উদ্দিন সেখানে এসে খেলার সামগ্রী দেয়ার কথা বলে ডেকে নিয়ে পাশের একটি ভুট্টার জমিতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে এসে তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রাম্য প্রধানেরা শিশুটির স্বজনদের মামলা না করতে চাপ দেয়ার পাশাপাশি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে বৃহস্পতিবার শিশুর মা বাদী হয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর