আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৭:২৭

জাককানইবিতে রংধনু’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’

জাককানইবিতে রংধনু’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’
নিউজ টি শেয়ার করুন..

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু’ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চির উন্নত মমশির স্মৃতিসৌধের সামনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৩৫০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে জানিয়ে দেওয়া হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। উপাচার্য মহোদয় মানতার কাজে নিয়োজিত থাকায় রংধনুকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক শেখ সুজন আলী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক শেখ মেহেদী হাসান, ইংরেজি ও সাহিত্য বিভাগের প্রভাষক মাকসুদুল মান্নান, পিএস টু ভিসি হাফিজুর রহমান, সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়েদ হোসেন, সহ-সভাপতি নিলয় মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক শাহীনূর রহমান শিমুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর