আজ শুক্রবার। ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:৩২

রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি বির্তক সপ্তাহের শুরু আগামীকাল

নিউজ টি শেয়ার করুন..

রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) আয়োজনে রাবিতে সপ্তাহব্যাপী শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামীকাল। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রধান নির্বাহী শাওন কাদির জিকো।

সংবাদ সম্মেলনে জিকো আরো জানান, আগামী ১২ সেপ্টেম্বর বিকেলে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করা হবে ডিনস কমপ্লেক্সে। ১৩ সেপ্টেম্বর ৩২টি বিভাগের দল নিয়ে ট্যাব ফরম্যাটে শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ বাংলা বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । আগামী ১৪ সেপ্টেম্বর একই ফরমেটে ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে শহীদ হবিবুর রহমান আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও থাকছে প্রথমবারের মত ইংরেজী বিতর্ক। এতে অংশ নেবে ১৬টি দল।

এছাড়াও সমাপনী দিনে সমসাময়িক বিষয়ের উপর থাকবে পাবলিক স্পিকিং। শহীদ শামসুজ্জোহা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর শহীদ মিনার মুক্ত মঞ্চে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে যুক্তিবাদী মানুষ তৈরি জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রকৃত জ্ঞান চর্চা ও মেধা বিকাশের লক্ষ্যে সংগঠনটি  কাজ করে যাচ্ছে।

এম আর/টাইমস


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর