আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:০৬

ভোলার দিঘলদীতে ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী প্রদান

ভোলার দিঘলদীতে ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী প্রদান
নিউজ টি শেয়ার করুন..

নিজস্ব প্রতিবেদক :-

দেশের একমাত্র ব-দ্বীপ ভোলায় ঘূর্ণিঝড় ফণীর তান্ডবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে চাল ও টিন বিতরন করা হয়।

আজ রবিবার ভোলা সদর থানার দঃদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ স্বপনের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী প্রদান করেন,ত্রান মন্ত্রণালয়ের পি আই,জিয়াউল হক,জেলা প্রশাসক কামাল হোসেন।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মধ্যে ৩০কেজি চাল এবং আটটি করে টিন দেয়া হয়।

উল্লেখ্য,গত ৩রা মে বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ ভারতের উরিষ্যা উপকূল অতিক্রম করে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দ্বীপাঞ্চল ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত হয় অর্ধ শতাধিক পরিবার এবং নিহত হয় ২জন।

ক্ষতিগ্রস্ত পরিবারকে সবসময়ের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করার আশ্বাস দিয়ে জনপ্রতিনিধি দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ স্বপন বলেন,আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আছি।যেকোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর