আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:২৭

ভোলায় পৌর কাউন্সিলর ও স্টাফ দ্বন্দ্বে সংবাদ সম্মেলন

ভোলায় পৌর কাউন্সিলর ও স্টাফ দ্বন্দ্বে সংবাদ সম্মেলন
নিউজ টি শেয়ার করুন..

রাকিব উদ্দিন অমি,ভোলা প্রতিনিধি :
ভোলায় পৌরসভার কাউন্সিলর ও স্টাফ দ্বন্দ্বে ৪ দিন ধরে পৌরবাসী নাগরিকসেবা থেকে বঞ্চিত রয়েছেন। এদিকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ব্যানারে স্টাফরা বিচার দাবিতে কর্ম বিরতি পালন করছেন। ৪দিন ধরে শহেরর ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে না। এতে নাগরিক দুর্ভোগ বেড়েছে।

এ পরিস্থিতিতে আজ রোববার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর কাউন্সিলররা পৌরসভার কর আদায়কারী ও সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে নাগরিক দুর্ভোগ কমাতে কাউন্সিলররা নিজেরাই ময়লা আবর্জনা অপসারনে ব্যবস্থা নেয়ার ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহে আলম ও প্যানেল মেয়র মনজুর আলম । উপস্থিত ছিলেন, ৮ জন কাউন্সিলর ।
উল্লেখ ৪দিন ধরে শহরে রাস্তায় বিদ্যুৎ লাইন বন্ধ, রাস্তা ঝাড়– বন্ধ, মাছ বাজার, কাচা বাজারসহ শহরের ময়লা আবর্জনা অপসারন বন্ধ, কর প্রদান, নাগরিকসনদসহ নাগরিক সেবার কার্যক্রম বন্ধ রয়েছে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর