নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) ‘পাঠশালা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘পাঠশালা’,নোবিপ্রবি শাখার সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
‘পাঠশালা’র নোবিপ্রবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন সাখাওয়াত আহমেদ ফাহিম ও সাবিহা বিন্তি।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাহসিন মাহমুদ সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাসিব আল আমিন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি গোলাম রহমান জিসান, মাহমুদুল হাসান আরিফ,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নাসরুল্লাহ্ নাসের,প্রোজেক্ট কো অর্ডিনেটর হাসান শরিফ, জান্নাতুন নাঈম,প্রোগ্রাম কো অর্ডিনেটর মাইনুদ্দিন পাঠান, মো.ফারহান, ইমন দত্ত।
হিউম্যান রিসোর্স অফিসার তামান্না রহমান,অর্থ বিষয়ক সম্পাদক মো.জিহান,ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সাইয়্যেদুল আবরার,মহিলা বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার সাবা।সাধারণ সদস্য নইমুল সিদ্দিক, ফজলে এলাহি ফুয়াদ, মাহমুদুল হাসান, মো.আল আমিন এবং মো.সাইফুল ইসলাম।
এ ছাড়া কমিটিকে মনিটরিং করার জন্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন,
মো.সৈকত,নাদিয়া রহমান স্মরণ,দিলরুবা জাহান রুমি,সজিব ভুইঞা, মো.শাহাদাত হোসেন শাওন,মো.ইতমাম হামী মজুমদার (সাফা),মো.কবির হোসেন(জাহেদ) এবং জাহিদ সুলতান।
‘পাঠশালা’র নোবিপ্রবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর সাখাওয়াত আহমেদ বলেন,’পাঠশালা’পরিবারের মূল লক্ষ্য ২০২২ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় পথশিশুদের নিয়ে পাঠশালা পথশিশু স্কুল তৈরী করা।
দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।পাঠশালা পরিবার সবসময় বিশ্বাস করে দেশের প্রতিটি মানুষ একসময় সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে।