আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৬:৫৫

মানুষ আপনাদের গলাবাজিতে বিরক্ত

মানুষ আপনাদের গলাবাজিতে বিরক্ত
নিউজ টি শেয়ার করুন..

আবু নোমান রুমি,ঢাকাঃ– মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মেয়র আতিকুল ইসলাম, ডিএমপির কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি…

হাইওয়ের এসব বড় বড় বাস দেখে মনে হতে পারে এটা কোনো বাস টার্মিনাল। না, এই দৃশ্য মহাখালি কলেরা হাসপাতাল থেকে প্রায় নাবিস্ক পর্যন্ত ব্যস্ত সড়কের। এভাবে বাসগুলো রাস্তার উপর রেখে অর্ধেক রাস্তা বন্ধ রাখা হয়। একটা দেশে কিছু অনিয়ম থাকতে পারে তাই বলে মগেরমুল্লুক হয় কিভাবে। আর ফুটপাত বলতে কিছু নাই। মানুষ বাধ্য হয়েই রাস্তার ভিতর দিয়ে হাঁটে।

 ও হ্যাঁ, সড়কের শৃংখলা ফেরানোর জন্য সড়কমন্ত্রী ওবায়দুল কাদের যে কমিটি করেছেন সেই কমিটিতে বেশ কয়েকজন পরিবহন ব্যবসায়ী আছেন। তারাই এসব অনিয়মের সাথে জড়িত।

প্রয়াত মেয়র আনিসুল হক মহাখালি বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নিয়েছিলেন তখন কতিপয় বেপোরোয়া ক্ষমতাধর ব্যক্তির কারনে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন নাই। গপ্পোবাজি নয়, আন্তরিকতা নিয়ে কাজ করেন।

মানুষ আপনাদের গলাবাজিতে বিরক্ত। পরিকল্পনা করেন, মানুষের ভোগান্তি আমলে নিয়ে উদ্যোগ নেন। এই ভাবে একটি দেশের রাজধানী শহর চলতে পারে না, এটা হয় না, হতে পারে না।

কত টাকা আর ভোগবাদী জীবন চাই?  ভালো থাকতে কত টাকা লাগে রে ভাই!! দেশের জন্য কিছু করেন।

লেখক :

জাহিদ হাসান

সিনিয়র রিপোর্টার,ডিবিসি নিউজ।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর