আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:০৭

মাটির নিচে থেকে বিদেশী মদ, বিয়ার উদ্ধার

মাটির নিচে থেকে বিদেশী মদ, বিয়ার উদ্ধার
নিউজ টি শেয়ার করুন..

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়ার একটি বাড়ির মাটির নিচে মাদকের গোপন আস্তানার সন্ধান মিলেছে। এতে অভিযান চালিয়ে বেশ কিছু বিদেশি মদ, বিয়ার জব্দ করেছে পুলিশ।

সোমবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই আস্তানার সন্ধান পায়।

এদিকে এ ঘটনায় ওই বাড়ির মালিক ইয়াছিন মিয়াকে (২৫) আটক করা হয়েছে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুক্কুন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

একপর্যায়ে ঘরের মাটির নিচে পাকা করা একটি মাদক রাখার গোপন আস্তানা আবিষ্কার করা হয়। এতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ কিং ফিশার বিয়ার ২৪ বোতল, ওয়াইট মেজিক ২৬ বোতল, ভারতীয় মদ সিগনেচার ২ বোতল জব্দ করা হয়।
এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর