মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন (৩৮) ও আমজাদ হোসেন প্রকাশ পেটকাটা খালাসি সুমন (২৯)।
জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামালের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজাসহ কামাল ও খালাসি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।