মঙ্গলবার ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, তারা নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা জানতে পারবেন কিভাবে কোন পোস্টগুলো অ্যালগরিদমের মাধ্যমে নিউজফিডে দেখায় ফেসবুক। খবর বিবিসির
‘হোয়াই অ্যাম আই সিইং দিস পোস্ট’ নামে নতুন একটি ফিচার দেখা যাবে ফেসবুকে। এতে ক্লিক করলে ব্যবহারকারী জানতে পারবেন, তাদের কোন কোন কার্যক্রমের কারণে নিউজফিডে তারা নির্দিষ্ট পোস্টগুলো দেখতে পাচ্ছেন।
ফেসবুকে ব্যবহারকারীর নিউজফিডে যা দেখেন তা নির্ণয় করে অ্যালগরিদম। এই অ্যালগরিদম কিভাবে কাজ করে তাও জানতে পারবেন ব্যবহারকারীরা।
এই ফিচার চালুর ফলে প্রথমবারের মতো ফেসবুক তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি ব্যবহারকারীদের প্রবেশের সুযোগ দিচ্ছে।
ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তাদের এই নতুন ফিচার মঙ্গলবার থেকেই যুক্তরাজ্যে দেখা যাবে। ২ মের আগেই সারাবিশ্বের ব্যবহারকারীরা দেখতে পাবেন।