আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৬:১৪

নড়াইলের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!

নড়াইলের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!
নিউজ টি শেয়ার করুন..

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্ৰামের জামির মৃধার ছেলে রাজিব মৃধা অভিযোগ করে বলেন,’ আমার খালাতো ভাই রাজেদুল হাসানের অসুস্থতার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ১১ই মে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়
হাসপাতালে তাকে আমি দেখতে যাই।

আমি আত্মীয়-স্বজনদের সাথে কথা বলার পরে তারা বলেন, এই হাসপাতালের পরিবেশ ও নিয়ম-কানুন ভালো না। পরে আমি স্বচোখে তার বেডের পাশে ঔষুধ ও খাবার রাখার বক্সে অনেক দিন আগের ব্যবহার করা ঔষুধের খোসা, প্যাকেট, বোতল, সিরিন্সসহ আরও অনেক আবর্জনা রাখা দেখতে পাই।

তখন একজন আয়া আসলেন, পাশের বেডের রোগীর স্যালাইন পরিবর্তন করতে। আয়াকে বললাম এগুলো পরিষ্কার করেন না কেন?
তিনি আমাকে বললেন,’ এগুলো আমরা অনেক দিন পরপর পরিস্কার করে ফেলি এবং অনেকগুলো একসাথে হওয়ার পর গর্তে পুঁতে রাখি, তত দিন এখানেই থাকবে। আমি বললাম রোগীর বেডের পাশে/ নিচে ময়লা রাখা ঠিক? তিনি কিছু না বলেই চলে গেলেন। তার কিছু সময় পর নিচে গিয়ে দেখি একজন মুমুর্ষ রোগীকে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সে উঠানোর পর রোগীকে সেই আয়া এসে ইঞ্জেকশন দিচ্ছে।

বিষয়টি আমি হাসপাতাল উর্ধ্বতন কর্তৃপক্ষকে বললাম ডাক্তার বা নার্স থাকতে একজন আয়া কেন ইঞ্জেকশন দিচ্ছেন। তিনি আমাকে বললেন উনি পারে তাই ওনাকে পাঠানো হয়েছে‌। তখন আমি বললাম তাহলে নার্সরা কি করেন। তখন তিনি আমাকে বিভিন্ন ভাবে বোঝায়। এক পর্যায়ে অনেক লোকজনের উপস্থিতিতে দায়িত্বরত (ষ্টাফ) কয়েকজন বলতে লাগলেন আপনি কোথাকার কোন নেতা। রাজিব বললেন আমি সাধারন মানুষ, আমি এগুলো বলতে পারবোনা। এক ষ্টাফ বলে এখানে লাফালাফি করবি না। অন্যজন বলে বেশি কথা বলল্লে তোকে আটকে রেখে পাগলের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। ষ্টাফরা নানানভাবে হুমকিজনিত কথা বলতে শুরু করল। পরে আমি আর কোন কথা না বলে চলে গেলাম।

রাজিব মৃধার এক ফেসবুক স্ট্যাটাসে বললেন,’
এখন আপনারা বলেন আমরা কোথায় গিয়ে ভরসা পাব??
★ডাক্তারের/নার্সের পরিবর্তে যদি আয়া সেবা দেয়, কি সেবা পাব আমরা??
★ উচিৎ কথা বলায় যদি হুমকির সম্মুখীন হতে হয়, কোথায় কথা বলব??
★কথা বলার জন্য নেতা হওয়া লাগে?

কতৃপক্ষ যদি এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল দিতেন তাহলে সাধারন জনগনের খুব উপকার হত। কারন সাধারন/ হতদরিদ্ররাই হাসপাতালে আসে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর