আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:২৬

বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে হাজির হলেন নবনীতা চৌধুরী

বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে হাজির হলেন নবনীতা চৌধুরী
নিউজ টি শেয়ার করুন..

মরমী কবি ও বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে হাজির হলেন  শিল্পী নবনীতা চৌধুরী। গানটির শিরোনাম ‘রূপ দেখিলাম’। এর আগে ‘আহারে সোনালি বন্ধু’ শিরোনামে হাছন রাজার  আরও একটি গান প্রকাশ করেন নবনীতা চৌধুরী।

নতুন এই গানটির সঙ্গীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। ভিডিও নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এটি ৬ এপ্রিল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করা হয়।

নবনীতা চৌধুরী দেশের একজন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব। বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে রাজনৈতিক টকশো ‘রাজকাহন’ এর সঞ্চালনাও করছেন। টকশোটি নিয়ে বেশ প্রশংসিতও হচ্ছেন তিনি।

দুটি গানই নবনীতার ‘আহারে সোনালি বন্ধু’ অ্যালবামের। যে অ্যালবামে ৯টি গান। হাসন রাজার গান ছাড়াও এখানে থাকছে রাধারমণ, শিতালং শাহ, রসিকলাল দাস, লালন সাই ও রবীন্দ্রনাথের গান।

নবনীতা বলেন, আমার গাওয়া হাছন রাজার গান ‘সোনালি বন্ধু’ প্রকাশের পর শ্রোতাদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম প্রকাশের আগেই আরেকটি গান-ভিডিও প্রকাশ করলাম।

ঈদে আমার গানের পুরো অ্যালবাম প্রকাশ করবো। একই সঙ্গে আরও কিছু গানের ভিডিও প্রকাশেরও ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর