আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:১৭

ময়মনসিংহে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত
নিউজ টি শেয়ার করুন..

কাউছার আহমেদ:ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ- শেরপুর সড়কের ময়মনসিংহের আলালপুর নামকস্থানে শনিবার দুপুরে ট্রাক চাপায় দুই সহোদর ও স্বামী- স্ত্রীসহ
মাহিন্দ্র ও অটো রিক্সার ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন । আহতদের আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, ফুলপুর উপজেলার বউলা গ্রামের দুই ভাই ইউনুস (৬০), কুদ্দুস (৪০) ও তারাকান্দা উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান (৬০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের সময় দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর