ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৩৩০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাউছার আহমেদ:ময়মনসিংহ প্রতিনিধি :

আগামী ৫মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রথম নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৫প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৭১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মেয়র প্রার্থীরা রিটানির্ং অফিসার মো: আলীমুজ্জামানের কাছে সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা ১১জন সহকারী রিটানির্ং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।


মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা সরকার ও জাপা নেতা শহীদুল ইসলাম (স্বপন মন্ডল) এবং স্বতন্ত্র প্রার্থী ড.বিশ্বজিৎ ভাদুড়ী।।


সোমবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মনোনয়ন দাখিলের পর দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নৌকার মাঝি ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনকে পরিকল্পিত, আধুনিক নগরী এবং তথ্য প্রযুক্তি নির্ভর সিটি করপোরেশন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
এছাড়া বিকালে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর আহমেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটানির্ং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।


ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানির্ং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মাকর্তা মোঃ আলীমুজ্জামান জানান, আগামী ১০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৫ মে সিটি কর্পোরেশনের ১২৭টি কেন্দ্রেই মোট ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটা (পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এভং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮০) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

Leave a Comment