আজ বৃহস্পতিবার। ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ১২:২৮

চাঁপাই’র পাগলা নদী খনন পরিদর্শন করলেন সাংসদ ডা: শিমুল

MP Dr Shimul visits Chapai's Pagla river
নিউজ টি শেয়ার করুন..


বিশেষ প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ও বাজিতপুর ঘাটে পাগলা নদী খনন কাজ পরিদর্শন করেছেন জেলার-১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন শিমুল।

শুক্রবার দুপুরে খনন প্রকল্পটি ঘুরে পরিদর্শন করে বিভিন্ন সমস্য চিহ্নিত ও দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। একইসঙ্গে নদীর পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বসবাসরত জনগণে খোঁজ খবর নেন এবং সমস্যার কথাও শুনেন।

ডা. শিমুল এলাকাবাসীদের উদ্দেশ্য বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তারই অংশ হিসেবে পাগলা নদীর খনন প্রকল্পটি বাস্তাবায়ন হচ্ছে। বিগত কয়েকযুগেও এটা করা সম্ভব হয়নি। এতেই প্রমাণিত হয় যে, শেখ হাসিনা নেতৃত্বে যতদিন দেশ আছে ততদিন উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন, শ্যামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মিঠুন বিশ্বাসসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী।


প্রসঙ্গত, চলতি বছরে জুন মাসে পাগলা নদী প্রকল্পটি উদ্বোধন করেছিলেন সাংসদ সামিল উদ্দীন শিমুল।

এম আর/টাইমস

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর