আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৪৫

মহম্মদ শামির স্ত্রী গ্রেফতার!!

মহম্মদ শামির স্ত্রী গ্রেফতার!!
নিউজ টি শেয়ার করুন..

গভীর রাতে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির পৈতৃক বাড়িতে হাজির হয়েছিলেন তার স্ত্রী হাসিন জাহান। সেখানে যাওয়ার পর থেকে আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। এ সময় মহম্মদ শামির মায়ের সঙ্গেও কথা কাটাকাটি হয় তার। এর পরই শামির পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে উত্তরপ্রদেশের সহসপুরের আলি নগরে শামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেফতার করে পুলিশ।

রোববার রাতের এই ঘটনায় হাসিনের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পরে ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে হাসিনকে এসডিএম কোর্টে হাজির করা হয়েছে।

এর আগেও শামির পৈতৃক বাড়িতে গিয়েছিলেন হাসিন। সে সময় শামির পরিবারে সদস্যদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনেন তিনি। কখনও শামির ভাই, কখনওবা তার মার বিরদ্ধে বিভিন্ন অভিযোগ করেন হাসিন।

তবে হাসিনের দাবি, প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে শামি তাকে হেনস্থা করার চেষ্টা করছেন।

তিনি বলেন, যোগী আদিত্যনাথের সরকার এসব দেখছে না! নরেন্দ্র মোদীও দেখছেন না। প্রধানমন্ত্রী ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ স্লোগান দেন। আমিও তো বেটি। দিনের পর দিন আমার ওপর অন্যায়-অবিচার হচ্ছে, কিন্তু কেউ দেখছেন না। গভীর রাতে আমাকে টেনে-হিঁচড়ে পুলিস তুলে নিয়ে এসেছে। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে। আমার গায়ে আঁচড়ের দাগও রয়েছে। আমি তো প্রতারিত হয়েছি, তার প্রতিবাদ করেছি। এটা কি অন্যায়?

সূত্র : খবর জিনিউজ

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর