আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৮:৫২

আকাশের আত্মহত্যার প্ররোচণার মামলায় মিতুর জামিন নামঞ্জুর

আকাশের আত্মহত্যার প্ররোচণার মামলায় মিতুর জামিন নামঞ্জুর
নিউজ টি শেয়ার করুন..

স্ত্রীর পরকীয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার প্ররোচণার মামলায় স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মিতু বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এর আগে গত ১ ফেরুয়ারি বিকেলে মিতু, তার বাবা আনিসুল হক চৌধুরী, মা শামীম শেলী, বোন সানজিলা হক চৌধুরী আলিশা, উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলমসহ ছয়জনকে এজাহারনামীয় আসামি ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশের মা জোবেদা খানম।

তার আগে ৩১ জানুয়ারি রাতে নগরীর নন্দনকানন এলাকার খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই রাতেই নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক ২ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন ডা. আকাশ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর