বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়তে চান ডিশ ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।
হিরো আলম বলেন, যেহেতু আমার বাড়ি সদর উপজেলার এরুলিয়াতে, কাজেই আমি এবার সদর আসনেই নির্বাচন করতে চাই।
হিরো আলম বলেন, নির্বাচনে লড়তে এরই মধ্যে আমার দল জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছি, আমার জনপ্রিয়তা নিশ্চয় দল বিবেচনা করবে। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
গত সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হবার ঘোষণা দিয়ে মনোনয়ন কেনেন জাতীয় পার্টি থেকে। কিন্তু দলীয় বা মহাজোটের মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। যদিও নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে ৬৩৮ ভোট পেয়ে জামানত হারান তিনি।