স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাস্তবায়নাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পে বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে।
পদের নাম
মাঠ সংগঠক, হিসাব সহকারী, হিসাব রক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রিসহ উচ্চমাধ্যমিক পাস বা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য সংশ্লিষ্ট কাজের তিন বছরের কাজের অভিজ্ঞতা ও মাইক্রোসফট অফিসে লিখনে দক্ষাতা প্রয়োজন তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল
মাঠ সংগঠক ও হিসাবরক্ষক পদের মূল বেতন : ১০,২০০/ টাকা এবং
হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মূল বেতন : ৯,৩০০/ টাকা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের http://cvdp3.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
আবেদনের সময়সীমা
আগামী ১৪ মে ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।