আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:৩১

পুরুষদের জন্ম আসল নিয়ন্ত্রণ বড়ি

পুরুষদের জন্ম আসল নিয়ন্ত্রণ বড়ি
নিউজ টি শেয়ার করুন..

জন্ম নিয়ন্ত্রণে পুরুষদের জন্যও যে বড়ি তৈরি করা হয়েছে, তা উত্তীর্ণ হয়েছে প্রাথমিক পরীক্ষায়।

পরীক্ষামূলকভাবে এই বড়ি ব্যবহারে যৌন সক্ষমতায় ঘাটতি কিংবা লিঙ্গ উত্থানে তেমন সমস্যা দেখা যায়নি বলে বিবিসি জানিয়েছে।

তবে এটি বাজারজাত করার আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

অর্ধশতক ধরে নারীদের জন্য জন্ম নিয়ন্ত্রণ বড়ির বহুল ব্যবহার চললেও পুরুষদের জন্য কনডম ও ভ্যাসেকটমির বিকল্প ছিল না।

সম্প্রতি পুরুষদের জন্যও জন্ম নিয়ন্ত্রণ বড়ি তৈরির উদ্যোগ নেয় বায়োমেড। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্সে এনডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় এ বিষয়ক অগ্রগতির তথ্য তুলে ধরা হয়।

বলা হচ্ছে, পুরুষদের তৈরি এই বড়ি প্রতিদিন একটি করে খেলে শুক্রানুর উৎপাদন বন্ধ করে তা জন্ম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

তবে্‌ এই বড়ি শুক্রানু উৎপাদন বন্ধ করার সঙ্গে পুরুষদের যৌন সক্ষমতা কিংবা লিঙ্গ ‍উত্থান ক্ষমতাও কমিয়ে দেয় কি না, তা নিয়েই ছিল চিন্তা।

কিন্তু গবেষকরা ৪০ জনের উপর পরীক্ষা চালিয়ে এখন বলছেন, সেই চিন্তার কারণ নেই।

এদের পাঁচজন মাত্র বলেছেন, বড়ি খাওয়ার পর যৌন সক্ষমতা কিছুটা কমেছে। আর তার দুজন মাত্র বলেছেন, তাদের লিঙ্গ উত্থানে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আর কোনো সমস্যার কথা কেউ বলেনি, আর কারও যৌন-ইচ্ছাও কমেনি।

এই গবেষণায় যুক্ত অধ্যাপক ক্রিস্টিন ওয়াং বলেছেন, “আমাদের পরীক্ষার ফলাফল বলছে, যৌন ইচ্ছা ধরে রেখেই এই বড়ির মাধ্যমে শুক্রানু উৎপাদন কমানো সম্ভব।”

তবে এই বড়ি বাজারজাত করার আগে আরও পরীক্ষা চালানোর প্রয়োজনের কথা স্বীকার করেছেন তিনি।

গবেষকরা বলছেন, সব পরীক্ষা পেরিয়ে পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ বড়ি বাজারে আসতে দশককাল লেগে যেতে পারে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর