ইঞ্জি.আকরাম-সুজন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার ভবানিপুন গ্রামে ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী ধর্ষন মামলায় অভিযুক্ত আসামী মিলন খোরশেদ(১৯)কে আটক করেছে র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের একটি অভিযানিক দল।
সোমবার রাত ৮টার দিকে কুষ্টিয়া চৌড়হাঁসের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলেন করে চাঞ্চল্যকর এই মামলার একমাত্র আসামী মিলন খোরশেদকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো: রুহুল আমিন। আসামী মিলন খোরশেদকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে কুষ্টিয়া সদর উপজেলার ভবানিপুন গ্রামে ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী ধর্ষনের ঘটনায় প্রতিবেশী মিলন খোরশেদকে একমাত্র আসামী করে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ঐ ছাত্রীর বাবা। যার মামলা নং- ৩৮, তারিখ: ২৭/০৪/২০১৯ইং। মামলা দায়েরর পর অভিযুক্ত আসামীকে গ্রেফতারে অভিযানে নামে আইনশৃক্সখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।